দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে তলব করল লালবাজার। কলকাতা পুলিশের তরফে আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়েছে।পুলিশের তলব পেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই আইনজীবী। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। ‘শুভেন্দু অধিকারীর হয়ে মামলা লড়ার জেরেই এই তলব’, এমনই অভিযোগ করেছেন তাঁর আইনজীবী কৌশিক চন্দ। উচ্চ আদালত তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে।সন্দেশখালি যাওয়ার পথে সায়েন্স সিটি মোড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকে দিয়েছিল পুলিশ । সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে নোটিশ পাঠায় লালবাজার। সূর্যনীল দাসকে একুশে ফেব্রুয়ারি লালবাজারে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । কলকাতা পুলিশের তলব পাওয়ার পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দুর আইনজীবী সূর্যনীল দাস| তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে । মঙ্গলবার এই মামলার শুনানি হবে | এ বিষয়ে লালবাজারের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়েছে যে, সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালিতে যাওয়ার তোরজোর করেছিল বিজেপি|
এই সময়ে শুভেন্দু অধিকারীকে সায়েন্স সিটির কাছে আটকে দেয় কলকাতা পুলিশ| এই ঘটনায় প্রশ্ন তুলতেই এ বার লালবাজারে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে বিরোধী দলনেতার আইনজীবী সূর্যনীল দাসকে বলে সূত্রের খবর | এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ আধিকারিক বলেন, শুধুমাত্র তাঁকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই এই নোটিশ দেওয়া হয়েছে ।