প্রসেনজিৎ ধর, কলকাতা :- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলার ঘটনার মামলায় দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল ইডি। মঙ্গলবার ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী মামলাটির দ্রুত শুনানির আবেদন করেন। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, নির্ধারিত দিনেই শুনানি হবে। এখন দ্রুত শুনানি সম্ভব নয়। আগামী ৬ মার্চ এই মামলার শুনানি।কয়েকদিন আগেই শেখ শাহজাহানের গ্রেপ্তারির প্রশ্নে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাফ বলেছিলেন, শাহজাহানের বিরুদ্ধে ইডি অভিযোগ দায়ের করেছে। তাহলে ইডি কেন তাঁকে গ্রেপ্তার করেনি? এই পরিস্থিতিতে মঙ্গলবার শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে ফের আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে ইডির তরফে বলা হয়, আদালতের নির্দেশের জন্য SIT গঠন হয়নি। ন্যাজট থানা আদালতের নির্দেশে কাজ বন্ধ রেখেছে। ইডি কাজ করছে না বলে অভিযোগ আসছে। আসল অপরাধী ঘুরে বেড়াচ্ছে। একই সঙ্গে আগামী ছয় মার্চের আগে শাহজাহান মামলার শুনানির আর্জি জানানো হয়। কিন্তু প্রধান বিচারপতির মন্তব্য, “আরও নয় দিন অপেক্ষা করুন, এখনই শুনানি নয়।” মঙ্গলবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে ইডির আইনজীবীর সওয়াল করেন, ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। এই বেঞ্চ সিট গঠনের উপর স্থগিতাদেশ দেয়। ফলে সিট তদন্ত করতে পারছে না। অভিযুক্তকে ধরা যাচ্ছে না। এমনকি, সব এফআইআরের উপরও স্থগিতাদেশ রয়েছে। এই বিষয়ে কোনও তদন্তই হচ্ছে না। সিট গঠনের নির্দেশকে রাজ্য চ্যালেঞ্জ করেছে। ইডিও চ্যালেঞ্জ করছে বলে জানিয়েছে।
তাদের বক্তব্য, মূল অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছেন। দ্রুত শুনানি না করলে তথ্য এবং নথি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘আপনাদের তদন্তে তো স্থগিতাদেশ দেওয়া হয়নি!’’ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, এখনই দ্রুত শুনানি করা সম্ভব নয়। নির্ধারিত দিনেই শুনানি হবে। অর্থাৎ, আগামী ৬ মার্চ এই মামলার শুনানি হবে বলে জানান প্রধান বিচারপতি।