প্রসেনজিৎ ধর, কলকাতা :- আদালতে স্বস্তি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসের। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে রাজ্য জানিয়ে দেয়, যে মামলার প্রেক্ষিতে ডেকে পাঠানো হয়েছে, তাতে হাজিরার প্রয়োজন নেই শুভেন্দুর আইনজীবীর। রাজ্যের আশ্বাসের ভিত্তিতে বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, বুধবার লালবাজারে হাজিরা দিতে হবে না শুভেন্দুর আইনজীবী সূর্যনীলকে। লালবাজারের ট্র্যাফিক বিভাগের তরফে সূর্যনীলকে বুধবার তলব করা হয়েছিল। পুলিশের তলব পেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই আইনজীবী। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি চন্দ। সোমবার সূর্যনীল জানিয়েছিলেন, তলব করা হয়েছে। কিন্তু কী কারণে ডাকা হচ্ছে, তার কোনও কারণ পুলিশের তরফে জানানো হয়নি।মঙ্গলবারের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, যে মামলার প্রেক্ষিতে শুভেন্দুর আইনজীবীকে ডেকে পাঠানো হয়েছে, তাতে তাঁর হাজিরার প্রয়োজন নেই। রাজ্য এই ব্যাপারে আশ্বাস দেওয়ার পরেই বিচারপতি চন্দ জানান, বুধবার লালবাজারে হাজিরা দিতে হবে না সূর্যনীলকে।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন শুভেন্দু। সঙ্গে ছিলেন আরও তিন বিধায়ক। কিন্তু সন্দেশখালি যাওয়ার পথেই তিনি বারবার পুলিশি বাধার সম্মুখীন হন। পরে সরবেড়িয়া পর্যন্ত পৌঁছতে পারেন। কিন্তু সেখানে পুলিশ ১৪৪ ধারা জারি থাকার কারণ দর্শিয়ে আর এগোতে দেননি তাঁকে। রাস্তায় ধরনা অবস্থানে বসেন শুভেন্দু। তারপর সেখান থেকে বিকালে ফেরত আসেন। সেদিনই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলেন শুভেন্দু। পরেরদিন সন্দেশখালি যেতে চেয়ে আদালতে মামলা করেন শুভেন্দু। সেই মামলার আইনজীবী সূর্যনীল। অভিযোগ, তারপর থেকেই তিনি হেনস্থার শিকার হচ্ছেন। একদিকে, মঙ্গলবার আদালতে যেমন স্বস্তি মিলল শুভেন্দুর আইনজীবীর, তেমনই এদিন শুভেন্দুকে সন্দেশখালি যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।