নিজস্ব সংবাদদাতা :- বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের উপর হামলার ঘটনায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার রাজনীতি | আর এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা | এই ইস্যুকে সামনে রেখেই টুইটারে মমতাকে তোপ বিজেপি নেতাদের | আর এই ঘটনার পরই কড়া প্রতিক্রিয়া দেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং | বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবি, বাবু মাস্টার বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর উপর হামলার ছক কষা হচ্ছিল | পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছিল | জ্যোতিপ্রিয় মল্লিক তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছিলেন। হতে পারে গতকালের এই হামলা জ্যোতিপ্রিয়ই করিয়েছেন | অর্জুন সিংয়ের এই অভিযোগ স্পষ্টতই খারিজ করে দিয়েছেন তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘‘এটা নব্য বিজেপির সঙ্গে পুরনো বিজেপির লড়াইয়ের জের | দীর্ঘদিন ধরেই বাবু মাস্টারের অনেক শত্রু রয়েছে | একটা সময় সিপিএমের গৌতম দেবের ডান হাত ছিলেন বাবু। তখন থেকেই তাঁর অনেক শত্রু।’’ টুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য| বসিরহাটের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তারক ঘোষও শৃঙ্খলা নিয়ে অভিযোগ তুলেছেন | তিনি বলেন, এ রাজ্যে মানুষ মানুষের মত করে বাঁচতে পারে না, আর বিরোধীদের তো বাঁচার কোনও অধিকারই নেই | পশ্চিমবঙ্গকে জঙ্গলের রাজত্ব বলে উল্লেখ করেছেন তিনি।ইতিমধ্যেই বাইপাসের বেসরকারি হাসপাতালে তাঁকে দেখতে শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পাণ্ডা -সহ বিজেপি নেতারা | পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার সরব হয়েছেন বিজেপি নেতারা |