প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলার সব সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাকে বাধ্যতামূলক করার দাবিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি ‘বাংলা পক্ষ’এর তরফ থেকে| উল্লেখ্য, আজ, ২১ ফেব্রুয়ারি হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনেই ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাতৃভাষা বাংলার জন্যে প্রাণ দিয়েছিলেন সলাম, বরকত, রফিক, জব্বররা। আর এই দিনেই রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি এই সংগঠনের | সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, তাঁদের এই দাবিতে সায় জানিয়ে চিঠিতে সই করেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঙ্গীতশিল্পী রূপম ইসলাম, নচিকেতা চক্রবর্তী, শিক্ষাবিদ ও ভাষাবিদ পবিত্র সরকার, পুরাণবিদ ও ঐতিহাসিক নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন আমলা জহর সরকার, কবি সুবোধ সরকার, চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেতা চন্দন সেন, সব্যসাচী চক্রবর্তী সহ মোট ১৪০ জন।সংগঠনের বক্তব্য, ‘ভাষা কেবল ভাষা না৷ ভাষার সাথে অর্থনীতি, চাকরি, কাজ, ব্যবসা, সমাজ, সংস্কৃতি এবং রাজনীতি জড়িয়ে। অন্যান্য রাজ্যে রাজ্য সরকারি চাকরিতে সেই রাজ্যের মূল সরকারি ভাষা বাধ্যতামূলক। কিন্তু এ রাজ্যে রাজ্য সরকারি চাকরি হিন্দি-উর্দু ভাষায় দেওয়া যায়৷ কেন এই হিন্দি-উর্দু তোষণ? বাংলাতেও বাংলা ভাষা বাধত্যামূলক করত হবে।’ এদিকে রাজ্য সরকারের তরফ থেকে যদি এই দাবি পরিপ্রেক্ষিতে কোনও পদক্ষেপ না করা হয়, তাহলে বাংলা জুড়ে বৃহত্তর আন্দোলন করারও হুঁশিয়ারি দিয়েছে বাংলা পক্ষ। এদিকে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে জেলায় জেলায় অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা পক্ষ।
এর আগের ১৮ ফেব্রুয়ারির মিছিলের পরে সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘ভারতের অন্য রাজ্যে যা স্বাভাবিক বাংলায় তা অস্বাভাবিক হয়ে ওঠে, বাংলা পক্ষ এই অবস্থার বদল চায়। আজকের এই মিছিলে বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে বাঙালি দল, ধর্মের ঊর্ধে বাংলা পক্ষর দাবির পাশে আছে। বাঙালি সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিরাও এই দাবিতে বাংলা পক্ষর পাশে আছেন। সার্বিকভাবে বাঙালি নিজের অধিকারের দাবিতে জেগে উঠছে।’
Hindustan TV Bangla Bengali News Portal