প্রসেনজিৎ ধর, কলকাতা :-আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর বাতিল হয়ে গেল। আগামী ২৮ ফেব্রুয়ারি বঙ্গ–সফরে আসার কথা ছিল অমিত শাহের। ২৯ ফেব্রুয়ারি মায়াপুরের ইস্কন মন্দিরে পুজো দেওয়া–সহ নানা কর্মসূচি ছিল। কিন্তু সব হঠাৎ বাতিল হয়ে গেল। বিজেপি সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারি বাংলায় আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নভেম্বর এবং ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বাংলায় এসেছিলেন অমিত শাহ। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আসার যে কথা ছিল সেটা আগেই বাতিল হয়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর এবার বাতিল হল ফেব্রুয়ারি মাসেও।
কিন্তু হঠাৎ বাতিল হল অমিত শাহের সফর। আর এটা নিয়ে বিশেষ মুখ খুলতে চাইছেন না রাজ্য বিজেপি নেতৃত্ব। সন্দেশখালি কাণ্ডের জেরেই রাজ্য সফর স্থগিত রাখলেন অমিত শাহ বলে সূত্রের খবর। কারণ এখানে আন্দোলন থেকে ফায়দা তোলার পরিবর্তে এখন ড্যামেজ হয়ে গিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘খালিস্তানি’ মন্তব্য আইপিএস অফিসারকে আগুন জ্বালিয়েছে বাংলায়। এখন এলে মুখ পুড়তে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই সফর বাতিল করতে হয়েছে। বিজেপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও চাইছেন না এখন বঙ্গ সফরে আসুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতির বদল ঘটলে অমিত শাহ বাংলায় আসবেন বলে সূত্রের খবর।শাহর সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও আগামী ৬ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬ মার্চই বারাসতে মহিলাদের সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। মহিলা ন্যায় সমাবেশে বক্তব্য রাখবেন। সন্দেশখালি ঘটনার জেরেই বারাসতে মোদি মহিলাদের সমাবেশে থাকবেন বলেই বিজেপি সূত্রে খবর।