দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে তুমুল উত্তেজনা। তৃণমূল এবং কংগ্রেস দুই দলের দ্বন্দ্ব-এর জেরেই এই ঘটনা। জানা গিয়েছে, ২০০০ টাকার নোট বদলের লাইনে টাকা নেওয়ার অভিযোগে এই অশান্তির সৃষ্টি হয়। আহত বেশ কয়েকজন। এলাকায় বিশাল পুলিশবাহিনী।
তৃণমূলের অভিযোগ, ২০০০ টাকার নোট বদলের লাইনে যারা ছিলেন তাঁদের থেকে মাথা পিছু ২০০ টাকা করে নিতেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। পাল্টা কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের তরফ থেকে এখানে টাকা তোলা হত এবং স্থানীয় তৃণমূল নেতারা চড়াও হতেন । এই বিষয়কে সামনে রেখেই আজ দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। কার্যত হাতাহাতিতে পৌঁছয় পরিস্থিতি। ঘটনায় তৃণমূল এবং কংগ্রেসে উভয় পক্ষেরই একাধিক কর্মী আহত হয়েছেন এবং বেশ কিছু জনকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পরে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
Hindustan TV Bangla Bengali News Portal