বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা :- রবিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাহিরসোনা মোড়ে বিজেপির ক্যানিং পশ্চিম ৪ নং মন্ডল কমিটির ডাকে এক জনসভার আয়োজন হয়।এদিনের জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, ভাইপো বলেছে, ২৪ পরগনা দেখে নেবে,আমরা ওকে ডায়মন্ডহারবার দেকে নেবো। নাক টিপলে দুধ বের হয়, এখন তোমার রাজনীতি করার বয়স হয়নি। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আক্রমণ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।তিনি আরও বলেন, বুড়ো অনুব্রত মন্ডল, সৌগত রায়,মদন মিত্র যাদের চুল পেকে সাদা তারা নাকি মাঠে নেমে খেলবে।আরে খেলবো তো আমারা,আমাদের সকলের কালো মাথা।বিজেপির সাংসদ অর্জুন আরও বলেন বেশ কিছু আইপিএস অফিসার যারা দিদির ছত্র ছায়ায় আছে,তাদের কাশ্মীরে পাঠানোর ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্যে যদি আব্বাস সিদ্দিকীর বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে যুক্ত হয় তাহলে দিদির দল তিন নম্বরে চলে যাবে।
Hindustan TV Bangla Bengali News Portal