দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভাঙড়ে তৃণমূল কর্মী খুনের মামলায় আগাম জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আজ এই আবেদন মঞ্জর করে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ ।গত বছরের ১৬ জুন খুন হন তৃণমূল কর্মী রাজু নস্কর। সেই মামলায় অভিযুক্ত ছিলেন নওশাদ।
পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন পর্ব জমার শেষ দিনে ভাঙড়ে তীব্র অশান্তির পরিবেশ তৈরি হয়। বোমাবাজি হয়। এলাকার বেশ কয়েকটি বাড়ি, দোকান ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়। তাতে একজন আইএসএফ এবং দুজন তৃণমূল কর্মী-সহ তিনজনের মৃত্যু হয়। তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা রুজু হয়। প্রত্যেকের বিরুদ্ধে খুন, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। সিআইডি তদন্তভার নেয়। খুনের ঘটনায় তথ্যের খোঁজে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন আইএসএফ বিধায়ক।এই মামলায় আগাম জামিন পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নওশাদ সিদ্দিকি। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। স্বাভাবিকভাবেই হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে আইএসএফ বিধায়ক।