নিজস্ব সংবাদদাতা :- তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা এখন লেগেই আছে | রবিবার ডায়মন্ড হারবারে বিজেপির বৈঠকে যোগ দিয়ে এবার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক দীপক হালদার | ঘটনার জেরে দীর্ঘক্ষণ পার্টি অফিসে আটকে থাকতে হয় তাঁকে | শেষপর্যন্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| জানা গেছে,ডায়মন্ড হারবারে কীভাবে বিজেপির রথযাত্রা কর্মসূচি পালন করা হবে তা নিয়ে আলোচনার জন্য রবিবার ডায়মন্ড হারবারের ১৩ নম্বর ওয়ার্ডে দলের কার্যালয়ে বৈঠকে বসেছিলেন বিজেপির বিভিন্ন অঞ্চলের মণ্ডল সভাপতিরা | সেই বৈঠকে যোগ দেন এলাকার তৃণমূলত্যাগী বিধায়ক দীপক হালদারও | জানা গিয়েছে, বিজেপির পার্টি অফিসে যখন বৈঠক চলছিল, তখন বাইরে বিক্ষোভে সামিল হন তৃণমূল কর্মীদের একাংশ |এমনকি, হাতে লাঠি নিয়ে তাঁরা হুমকি দিতে থাকেন বলেও অভিযোগ | এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় | খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানায় | বিক্ষোভরত তৃণমূল কর্মীদের বুঝিয়ে-সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ | ততক্ষণ পর্যন্ত বিজেপির পার্টি অফিসে আটকে ছিলেন বিধায়ক দীপক হালদার | এদিন দীপকবাবু দাবি করেন,দলের সমস্ত দুর্নীতি ফাঁস হয়ে যেতে পারে | এই আশঙ্কা থেকে পরিকল্পনামাফিক গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা |