দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য। ‘খালিস্তানি’ মন্তব্য করার জন্য নাম না করে বিরোধী দলনেতার নামে এফআইআর দায়ের করার আর্জি জানান হয়েছে। তাঁর বিরুদ্ধে অনুমতি ছাড়া এফআইআর দায়ের করা যাবে না, এমন নির্দেশ রয়েছে আদালতের। সেই মর্মেই মামলা দায়ের করার আবেদন রাজ্যের।এর আগে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে আবেদন করে রাজ্য। সোমবার রাজ্য প্রধান বিচারপতি কাছে জানায়, মামলা শোনার এক্তিয়ার রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর। কিন্তু তিনি এখন সার্কিট বেঞ্চে রয়েছেন। তাই শুনানির জন্য অন্য বেঞ্চ নির্ধারণ করার আবেদন জানানো হয় প্রধান বিচারপতির কাছে। এরপরেই মামলা দায়েরের অনুমতি দেয় আদালত।জানা যাচ্ছে, মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তই। প্রয়োজনে অনলাইনেও শুনানি হতে পারে বলে ইঙ্গিত। তবে তিনি এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সার্কিট বেঞ্চে রয়েছেন। তাই প্রয়োজনে অনলাইনে হবে মামলার শুনানি। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা।
শুভেন্দু অধিকারী আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালি যাওয়ার পরই রাজ্য বিচারপতি কৌশিক চন্দের দ্বারস্থ হয়েছিল। তখনই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর-এর আবেদন করা হয়। কিন্তু বিচারপতি জানান, প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসেই শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ সহ একাধিক মামলার শুনানি চলছে। তাই তাঁর কাছে আবেদন করতে হবে। এরপরই রাজ্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল এই বিষয়ে।