নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার দাবি করেছেন, আদালতের নির্দেশের জেরেই গ্রেপ্তার করা যাচ্ছে না শেখ শাহজাহানকে। সোমবারই শাহজাহান ইস্যুতে অবস্থান স্পষ্ট করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছেন, সন্দেশখালি মামলায় কোনও স্থগিতাদেশ নেই। শাহজাহানকে গ্রেপ্তারিতে বাধা নেই পুলিশের।শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ| অভিষেকের দাবিকে সমর্থন করেই তিনি জানালেন, আইনি জটিলতা যা ছিল, তা কেটে গিয়েছে। সাত দিনের মধ্যেই গ্রেপ্তার করা হবে শেখ শাহজাহানকে।
সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছেন শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের কোনও বাধা নেই। প্রধান বিচারপতি জানিয়েছেন, ইডির মামলায় সিট গঠনে স্থগিতাদেশ ছিল। কিন্তু পুলিশের গ্রেপ্তারিতে কোনও বাধা নেই। পুলিশ শাহজাহান বা যে কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করতেই পারে। পাশাপাশি শাহজাহানকে সন্দেশখালি মামলায় যুক্ত করার নির্দেশ দেন। শাহজাহানকে এ বিষয়ে নোটিস জারি করেছে কলকাতা হাইকোর্ট। রেজিস্ট্রারকে সর্বাধিক প্রচারিত সংবাধমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নোটিস জারির নির্দেশ দেওয়া হয়েছে।সাতদিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহজাহান, সোমবার এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট কুণাল ঘোষের। কুণাল লেখেন, ‘শেখ শাহজাহানের গ্রেফতার নিয়ে অভিষেক সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপের অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে।’
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের এক্স-মেসেজ ঘিরে এই মুহূর্তে জোর চর্চা শুরু হয়েছে। আদালত এদিনই জানিয়ে দিয়েছে, রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতেই পারে। রাজ্য পুলিশের তদন্তে কোনও ‘স্টে’ আদালতের তরফে নেই। ফলে শাহজাহানকে পুলিশি গ্রেফতারিতে আইনগত কোনও বাধাই রইল না।