প্রসেনজিৎ ধর, কলকাতা :- সন্দেশখালি নিয়ে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চাইছে বঙ্গ বিজেপি। তবে সেই ধর্নার অনুমতি দিল না কলকাতা পুলিশ। এই আবহে ধরনার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি সাংসদের মামলার অনুমতি দেন বিচারপতি কৌশিক চন্দ।গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসতে চেয়ে বিজেপির তরফ থেকে কলকাতা পুলিশের কাছে আবেদন জানান হয়েছিল। তবে বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, অনুমতি দিচ্ছে না পুলিশ।
সেই কারণেই তাঁরা আদালতের দ্বারস্থ হলেন। আর মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা।উল্লেখ্য, কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন ধর্না দেওয়ার পরিকল্পনা ছিল বিজেপির। এই ধর্নার নেতৃত্বে থাকার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে পুলিশের কাছে এই ধর্নার অনুমতি চাওয়া হলে তা দেওয়া হয়নি। অবশ্য সেনার তরফে ধর্নার অনুমতি পেয়েছিল বলে দাবি বিজেপির। উল্লেখ্য, ময়দান এলাকার মালিক সেনা। তাই সেখানে ধরনা করতে গেলে সেনার অনুমতি প্রয়োজন পড়ে। তবে বিজেপির দাবি, সেনার অনুমতি থাকলেও পুলিশি ছাড়পত্র মেলেনি। পুলিশ নাকি বিজেপিকে বলেছে, সেই এলাকায় লাউডস্পিকার বাজানো মানা। তাই ধর্নার অনুমতি দেওয়া যাবে না। তবে বিজেপির পালটা যুক্তি, কয়েকদিন আগেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না করেন। এই আবহে ধর্নার অনুমতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ বিজেপি।