Breaking News

শিক্ষক সমন্বয় কমিটির অবস্থান বিক্ষোভে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাল অবস্থানকারীরা

নিজস্ব সংবাদদাতা :- শিক্ষক সমন্বয় কমিটির সমাবেশে যোগ দিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | রবিবার ধর্মতলার রানি রাসমনি রোডে অবস্থান বিক্ষোভ করছিলেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের অন্তর্গত ১৩ টি সংগঠন ছাড়াও আরও বেশ কয়েকটি শিক্ষক, অশিক্ষক সংগঠনের সদস্যরা |এদিন পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত হলে তাঁকে ঘিরে ধরে নিজেদের দাবি জানাতে থাকেন মাদ্রাসার শিক্ষকরা | শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলেও অভিযোগ | ধর্মতলা চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা | দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর উন্নতি-সহ একাধিক দাবিতে আন্দোলন করছে এসএসকে, এমএসকে, প্রাণীমিত্র, পার্শ্বশিক্ষক-সহ মোট ১৩টি সংগঠনের তৈরি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ | জানুয়ারিতে একাধিক প্রতিবাদমূলক কর্মসূচি করেছেন তাঁরা| নবান্ন অভিযান, বিকাশ ভবনে অভিযানে বারবার বাধা পাওয়া সত্ত্বেও কোনওভাবেই দমে যাননি সদস্যরা | লাগাতার আন্দোলন চলছেই |সম্প্রতি এই সংগঠনের ছত্রছায়ায় এসেছে আরও কয়েকটি শিক্ষক ও অশিক্ষক সংগঠন, যার মধ্যে রয়েছে শাসকদল ঘনিষ্ঠ দুটি শিক্ষক সংগঠনও। তৈরি হয়েছে নতুন মঞ্চ – শিক্ষক সমন্বয় কমিটি | রবিবার ধর্মতলার রানি রাসমনি চত্বরে হোর্ডিং, ব্যানার নিয়ে অবস্থান বিক্ষোভ করছিলেন এই নতুন সংগঠনের সদস্যরা | সেসময় শিক্ষামন্ত্রী সেখানে উপস্থিত হলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান নতুন সংগঠনগুলির কয়েক জন সদস্য বলে অভিযোগ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *