Breaking News

মুর্শিদাবাদে পরীক্ষাকেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, পরীক্ষা শুরুর আগেই ঘটে গেল দুর্ঘটনা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অত্যন্ত মর্মান্তিক ঘটনার খবর এল মুর্শিদাবাদ থেকে। উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু এক পরীক্ষার্থীর। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত পরীক্ষার্থীর নাম প্রীতম দাস।তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মহিষাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা মুর্শিদাবাদে সুতি থানার অওরঙ্গাবাদ হাইস্কুলের।মঙ্গলবার ছিল উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। প্রয়াত ছাত্রের পরিবারের তরফে জানা গিয়েছে। বিশেষভাবে সক্ষম প্রীতমের পড়াশুনোয় খুব মন ছিল। তাই যাবতীয় বাধা কাটিয়ে মুরালিপুকুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল সে। সিট পড়েছিল অরঙ্গবাদ স্কুলে। প্রয়াত ছাত্রের বাবা জানিয়েছেন, সকালে ও আমাকে বলে শরীর খারাপ লাগছে। আমি ওকে বলি শরীর খারাপ লাগলে পরীক্ষা দিতে যেতে হবে না। কিন্তু ও বলে, না পরীক্ষা দেব। এর পর আমার সঙ্গে কথা বলতে বলতে পরীক্ষাকেন্দ্রে যায় প্রীতম। পরীক্ষাকেন্দ্রে ঢোকার ঠিক আগে অসুস্থ হয়ে পড়ে ও। মুখ থেকে লালা পড়তে থাকে। আমি দ্রুত ওকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে নিয়ে যেতে যেতে সব শেষ। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। শোকাহত স্কুলের শিক্ষকরাও। তাঁরা জানিয়েছেন, প্রীতমের চেষ্টার কোনও কসুর ছিল না। শারীরিক সমস্যার কথা জানা থাকায় আমরা ওকে সব রকম সাহায্য করার চেষ্টা করেছি। ও এভাবে চলে যাবে ভাবতে পারিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *