Breaking News

শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের!সন্দেশখালি যেতে ‘গ্রিন সিগন্যাল’ পেল ফ্যাক্ট ফাইন্ডিং টিম

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- অবশেষে সন্দেশখালি যাওয়ার অনুমতি পেল স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কলকাতা হাইকোর্ট এদিন ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে সন্দেশখালি যাওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছে। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ, আগামী ১ মার্চ সন্দেশখালির নির্দিষ্ট তিনটি জায়গায় যেতে পারবে ওই স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আদালত জানিয়েছে, সন্দেশখালির অন্তর্গত মাঝেরপাড়া, নতুনপাড়া ও নস্করপাড়ার রাসমন্দির এলাকায় যেতে পারবে ওই ৬ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তবে একইসঙ্গে বিচারপতি কৌশিক চন্দ এও স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এমন কোনও পদক্ষেপ করা যাবে না, যার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এই মর্মে স্থানীয় পুলিশের কাছে মুচলেকাও জমা দিতে হবে ওই স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে।আগামী ১ মার্চ পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ৬ জনের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে শর্তসাপেক্ষে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি কৌশিক চন্দ এমনই নির্দেশ দিয়েছেন। এর আগে ২৫ ফেব্রুয়ারি ভোজেরহাটে এই প্রতিনিধিদলকে আটকে দিয়েছিল পুলিশ। তাদের আটকও করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।তাদের দাবি, সন্দেশখালির অন্তর্গত মাঝেরপাড়া, নতুনপাড়া ও নস্করপাড়া রাসমন্দিরে যেতে অনুমতি দিক হাইকোর্ট।

মামলকারী সংস্থার আইনজীবীর দাবি, ওই তিনটি অঞ্চলে কোনও ১৪৪ ধারা জারি নেই। যদিও রাজ্যের তরফে পাল্টা যুক্তি দেখানো হয়, কোনও বিধিবদ্ধ সংস্থাকে কখনও আটকানো হয়নি। কিন্তু এই সংস্থায় কারা আছেন? তারা কেন যাবেন? সেটাই প্রশ্ন রাজ্যের। যদিও বিচারপতি কৌশিক চন্দ ওই প্রতিনিধি দলকে সন্দেশখালির ওই উল্লেখিত জায়গাগুলিতে যাওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়ে জানিয়ে দেন, ১৪৪ ধারা না থাকলে যে কেউ যেতে পারেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *