প্রসেনজিৎ ধর, কলকাতা :- তেলের ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। যার জেরে ট্যাঙ্কারের ভিতরেই আগুনে ঝলসে মৃত্যু হল চালকের। বুধবার ভোরবেলায় ঘটনাটি ঘটেছে কলকাতার মহম্মদ আলি পার্কের কাছে। পরে ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়ে পড়ে রাস্তায় ধারে একটি বাড়িতে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। শেষ পর্যন্ত দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।জানা গিয়েছে, বুধবার ভোররাতে ধর্মতলার দিক থেকে আসছিল তেলের ট্যাঙ্কারটি। মহম্মদ আলি পার্কের কাছে ঘটে দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা দিয়ে উল্টে যায় তেলের ট্যাঙ্কারটি। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে যায় দমকলের ১০ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় তাঁদের। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।দমকল সূত্রে খবর, ট্যাঙ্কার থেকে মৃত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অনুমান, ওই ব্যক্তি ট্যাঙ্কারটির চালক। এদিকে ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি দোকান ও বাড়িতে। আতঙ্কও ছড়ায় স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছয় কর্তব্যরত পুলিশ। চালকের অগ্নিদগ্ধ দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। যদিও ট্যাঙ্করে চালক ছাড়া অন্য কেউ ছিল কিনা তা এখনও জানা যায়নি। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণে এখনও জানা যায়নি। কীভাবে ট্যাঙ্কারটি উলটে গেল তা খতিয়ে দেখছে পুলিশ।