Breaking News

চিটফান্ড মামলায় ইডির তলব অরূপ বিশ্বাসকে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় এবার অরূপ বিশ্বাসকে ইডির তলব। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসকে ইডির তলব। তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে তলব, খবর সূত্রের। ২০১৪ সালের ভোটের প্রচারে আর্থিক লেনদেনকে সামনে রেখে তলব, খবর সূত্রের। ইডির তলব, প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইলেন না অরূপ বিশ্বাস। সমন নিয়ে দলের বক্তব্য চিঠিতে ইডিকে জানিয়েছেন অরূপ, খবর তৃণমূল সূত্রে। দশ বছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড মামলার তদন্ত শুরু করেছিল সিবিআই। পরে তদন্তে নেমেছিল ইডিও। লোকসভা ভোটের আগে সেই মামলা ফের জেগে উঠল। কদিন আগে বিজেপি বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল নেতা মুকুল রায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির অফিসাররা। এবার চিটফান্ড তদন্তের সূত্রে তলব করা হল রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে। অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যই এই তলব বলে জানা গেছে। সেবি-র অনুমতি ছাড়াই লগ্নিকারীদের থেকে ১,৯১৬ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল ‘অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালটি’ সংস্থার বিরুদ্ধে। ওই সংস্থার মালিক তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কেডি সিং। আর্থিক তছরুপের অভিযোগে ২০২১ সালের বিধানসভা ভোটের মুখে কেডি সিংকে গ্রেফতার করে ইডি।

সূত্রের খবর, কেডির সঙ্গে মুকুলের ঘনিষ্ঠতা ছিল। জেরায় তদন্তকারীদের কাছে মুকুলের কথাও বলেছিলেন কেডি। সেই সূত্রেই কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে সম্প্রতি সমন পাঠিয়েছিল ইডি। তবে শারীরিক অসুস্থতার কারণে ঘরবন্দি মুকুল। গত সপ্তাহে তাঁর বাড়িতে গিয়ে জেরা করে আসেন তদন্তকারীরা। এবার এই সূত্রেই তলব করা হল মন্ত্রী অরূপকে | সূত্রের খবর, মন্ত্রী হিসেবে নয়, চিটফান্ড মামলায় অরূপকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে তলব করা হয়েছে। ইডি সূত্রের দাবি, অ্যালকেমিস্টের অ্যাকাউন্ট থেকে কোটি টাকা ট্রান্সজেকশনের তথ্য এসে পৌঁছেছে তদন্তকারীদের হাতে, সেই সূত্রেই তলব করা হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *