Breaking News

তৃণমূলের ব্রিগেডের পাল্টা!১০ মার্চ উত্তর থেকে দক্ষিণে ১০টি কর্মসূচি করবে সিপিএম

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার দিনই পালটা ১০ জায়গায় কর্মসূচি পালন করবে সিপিএম। শুধু সন্দেশখালিতেই নয়, ওইদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গে ১০টি জায়গায় মিছিল ও সভা করবে সিপিএম তথা বামেরা।সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘ওইদিন ১০টি জায়গায় সভা হবে। তবে জায়গাগুলি এখনও চূড়ান্ত নয়। দু’এক দিনের মধ্যেই তা ঠিক হয়ে যাবে।’’ সিপিএম সূত্রের খবর, জায়গা ঠিক করা এবং জেলাগুলির সঙ্গে সমন্বয় তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য আভাস রায়চৌধুরীকে।আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে জানা গিয়েছে, ১০ মার্চের আগে-পরে আরও কিছু সভা করবে সিপিএম। তবে ১০ মার্চ নির্দিষ্ট করে ১০টি জায়গায় সভা করবে তারা। সেই স্থান দেখে লোকসভা ভোটে সিপিএমের অগ্রাধিকারের তালিকায় কোন কোন আসন রয়েছে, তা-ও স্পষ্ট হয়ে যাবে। তবে ওই দিন সন্দেশখালিতেও সভা করতে চায় আলিমুদ্দিন। যদিও বসিরহাট লোকসভা তাদের অগ্রাধিকারের মধ্যে নেই বলেই খবর।

তবে অগ্রাধিকারের ১০টি জায়গা ঠিক না হলেও দু’টি জায়গা সিপিএম ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে। এক, মুর্শিদাবাদ এবং দুই, যাদবপুর।সন্দেশখালিতে অবশ‌্য সভা করতে চায় আলিমুদ্দিন। ইতিমধ্যেই সন্দেশখালিতে আগামী ১০ মার্চ সভা করতে চেয়ে স্থানীয় পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে সিপিএম নেতৃত্ব। আবার ২ মার্চ বসিরহাট এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে ডিওয়াইএফআই,নেতৃত্বে থাকবেন মীনাক্ষী মুখোপাধ‌্যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *