Breaking News

মার্চের ১৮,১৯ ও ২০ তারিখ ধর্মঘটের ডাক বাস সংগঠনগুলোর!দেড় দশক পুরনো গাড়ি বাতিলের প্রতিবাদ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-মার্চে পর পর তিনদিন বাস ধর্মঘটের ডাক দিল বাস সংগঠনগুলো । দেড় দশক পুরনো বাস বাতিলের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংগঠনের কর্তারা। বৃহস্পতিবার পরিবহণ ভবন অভিযানের ডাক দিয়েছিল বাস সংগঠন। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে ডেপুটেশনও দেন তাঁরা।বাস সংগঠনগুলির দাবি, করোনার সময় প্রায় বছর দুয়েক বাসগুলি বসেছিল। তাই ১৫ বছর পার করলেও তাঁদের গাড়িগুলো যেন এখনই বসিয়ে দেওয়া না হয়। অন্তত দু’বছর তার সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল বাস সংগঠনগুলোর তরফে। এই বিষয়ে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে কোনও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া না হলে টানা ৭২ ঘণ্টা হুঁশিয়ারি দিয়েছিল গণ পরিবহণ বাঁচাও কমিটি।  এবার মার্চের ১৮, ১৯ ও ২০ তারিখ ধর্মঘটের ডাক দিল তারা। ভোগান্তি বাড়বে যাত্রীদের।গণ পরিবহণ বাঁচাও কমিটির মধ্যে থাকা ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, ‘‘করোনার সময় টানা দু’বছর বাস চলেনি। যেহেতু বাস চলেনি সেই বিষয়টিকে বিবেচনা করে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে ১৫ বছরের গাড়ি বাতিলের মেয়াদ বৃদ্ধি করা হোক।’’এই দাবিতেই জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, মিনি বাস অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং ইন্টার ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *