নিজস্ব সংবাদদাতা :- ভোটের আগে ফের উত্তেজনা ছড়াল আসানসোলের রানীগঞ্জে। রাতের অন্ধকারে বিজেপির পোস্টার ছেড়া নিয়ে ফের অভিযোগের তীরে রাজ্যের শাসক দল। কিন্তু ইতিমধ্যেই এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। রানীগঞ্জ-এর রাম বাগান, বাঁশড়া মোড়, পাঞ্জাবী মোড়-সহ আশেপাশে এলাকায় বেশ কয়েকটি পোস্টার ও ব্যানার লাগিয়েছিলেন দলের কর্মীরা। আসন্ন ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে ‘আর নয় অন্যায়’ নামে কর্মসূচি নিয়ে বিজেপি কয়েকটি পোস্টার ও ব্যানার লাগায় আর সকালে উঠে দেখা দেয় ওই এলাকার সমস্ত পোস্টার ছেড়া। আর এরপরেই শুরু হয় চরম জল্পনা। কিন্তু এই ঘটনায় রানীগঞ্জ ব্লকের সহ-সভাপতি জ্যোতি সিং-র পাল্টা দাবি, শিল্পাঞ্চলে মানুষ ফের মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। কিন্তু বিজেপির লোকেরাই নিজেরা এই কাজ করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। প্রসঙ্গত, যতদিন এগোচ্ছে ততই ভয়াবহ হচ্ছে বাংলার পরিস্থিতি। ভোটের আগেই দুপক্ষের দ্বন্দ যেভাবে বাড়ছে তাতে ক্রমেই উত্তপ্ত হচ্ছে বাংলার পরিবেশ। প্রায় প্রতিদিনই এক এক জায়গায় ঘটছে তৃণমূল বিজেপি সংঘর্ষ।