প্রসেনজিৎ ধর,হুগলি:- লোকসভা ভোট দোরগোড়ায় | ২ দিন সফরে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | এদিন আরামবাগে জনসভায় সন্দেশখালির প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করলেন মোদী |শুক্রবার আরামবাগে সভা ছিল প্রধানমন্ত্রীর,অদূরে খানাকুলে জন্মেছিলেন মহান সমাজ সংস্কারক রামমোহন রায়। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী যেমন রামমোহনকে স্মরণ করলেন, তেমনি কুর্নিশ জানালেন নারীশক্তিকে। আসলে প্রধানমন্ত্রী তখন জমি তৈরি করছিলেন। তারপর সেই জমি ব্যবহার করেই সন্দেশখালি ইস্যুতে রাজ্যের শাসকদলকে কোণঠাসা করলেন মোদী ।
প্রধানমন্ত্রী বললেন, “রামমোহন রায়ের মতো মহান সমাজ সংস্কারক মহিলাদের উন্নতির জন্য জীবন উৎসর্গ করেন। নারীমুক্তির মূর্ত প্রতীক রামমোহন। তাঁর রাজ্যেরই সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা হয়েছে, তা দেখে গোটা দেশ কষ্ট পাচ্ছে, ক্ষুব্ধ। রামমোহনের আত্মা যেখানেই থাক, সন্দেশখালির মহিলাদের দুর্দশায় কাঁদছে।”সন্দেশখালি ইস্যুতে রাজ্য প্রশাসনের ভূমিকাকে কাঠগড়ায় তুলে মোদী বললেন, “সন্দেশখালির তৃণমূল নেতা সব সীমা ছাড়িয়ে গিয়েছে। আর মমতা দিদির সরকার অপরাধীদের বাঁচাতে সবরকম চেষ্টা করেছে। আজ বাংলার মানুষ দিদিকে জিজ্ঞেস করছে, সামান্য কিছু মানুষের ভোট কি আপনার জন্য সন্দেশখালির যন্ত্রণাদীর্ণ মহিলাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ।” প্রধানমন্ত্রীর প্রশ্ন, “দু’মাস কী করে ফেরার ছিল শাহজাহান? কেউ নিশ্চয় আড়াল করছিল? এই তৃণমূলকে কী ক্ষমা করা যায়?”সন্দেশখালির সঙ্গে তিনি যেভাবে রামমোহন রায় প্রসঙ্গ টেনে শাসকদলকে কোণঠাসা করলেন, সেটা বোধহয় ভোটের মুখে চাপ আরও বাড়াল তৃণমূলের উপর।