Breaking News

বাজল লোকসভা ভোটের দামামা! উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গেও শুরু কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে শুক্রবারই চলে এসেছে প্রথম দফার ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। মূলত বর্ধমান, কাটোয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জেলায় জেলায় রুট মার্চের ছবি ধরা পড়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, একই ছবি দক্ষিণবঙ্গেও।

সকাল থেকে শুরু রুটমার্চ। শুক্রবার সন্ধ্যায় এক কোম্পানি সিআইএসএফ ঢোকে বর্ধমানে। শনিবার সকালে বাহিনী তিন ভাগে ভাগ হয়ে এক ভাগ শহরের লক্ষ্মীপুর এলাকায় রুটমার্চ করে। গত নির্বাচনে এই এলাকার বেশকিছু জায়গায় অশান্তি হয়েছিল, অভিযোগও জমা পড়েছিল। এলাকার মানুষদের সঙ্গে কথাও বলতে দেখা যায় জওয়ানদের। এদিন বাহিনীর বাকি সদস্যদের একভাগ শক্তিগড় ও একভাগ দেওয়ানদিঘী এলাকায় রুটমার্চ করে।এদিকে কলকাতাতেও ঢুকেছে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭ মার্চ আরও ৩ কোম্পানি বাহিনী আসবে। এই পর্বে মোট ১০ কোম্পানি বাহিনী থাকবে কলকাতায়।লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা এখন সময়ের অপেক্ষা। ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের তরফেও তৎপরতা কম নেই। কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের পরিস্থিতি সরেজমিনে দেখে নিতে বাংলায় আসছে। কমিশনের টিম পশ্চিমবঙ্গে আসার আগেই রাজ্যে মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *