বিশ্বজিৎ নাথ:- শনিবার সকালে গুলি চলল টিটাগড়ের রাস্তায়।টিটাগড় আলি হায়দার রোডে টোটো চালককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বারাকপুর হাসপাতালে নিয়ে যান। কারা, কী কারণে গুলি চালাল তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, শনিবার সকালে টিটাগড় আলি হায়দার রোড মাঠ পাড়া এলাকায় এক টোটো চালককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ডান হাতে গুলি লেগে গুরুতর জখম অবস্থায় ওই টোটো চালক মেহবুব রাজা ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে চিকিৎসাধীন।আক্রান্ত মেহবুব রাজা জানান, তিন মাস আগে বাড়ি নিয়ে পড়শি আমনের সঙ্গে ঝামেলা হয়েছিল। এদিন সকালে আমন দুই যুবককে এনে তাঁকে চিনিয়ে দেয়। ওদের মধ্যে একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে টিটাগড় থানার পুলিশ ওমর আলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal