Breaking News

বিজেপি-তে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়,অনুপ্রেরণা দিয়েছে তৃণমূল,বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েই জানালেন অভিজিৎবাবু!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হাইকোর্টে নিজের পদ থেকে মঙ্গলবার ইস্তফা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। তিনি যে রাজনৈতিক ময়দানে পা রাখতে চলেছেন, তা নিয়ে আগেই আভাস মিলেছিল। কিন্তু কেন বিজেপিতেই যোগ? সব প্রশ্নের উত্তর দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তবে কোন কেন্দ্র থেকে তিনি ভোট ময়দানে নামবেন তা ছেড়ে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর। যদিও জোড় জল্পনা, মেদিনীপুরের তমলুক আসন থেকে তাঁকে প্রার্থী করবে বিজেপি।

তবে তাঁর রাজনীতিতে আসার যুক্তি হিসেবে তিনি বলেছেন, যেকোনও শুভবুদ্ধি সম্পন্ন সৎ মানুষের রাজনীতি করা উচিত। বিজেপি-তে যোগ দিলাম কারণ ভারতীয় জনতা পার্টিই একমাত্র সর্বভারতীয় দল। তিনি জানিয়েছেন সম্ভবত ৭ মার্চ আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন।অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি বিজেপিতে যাই, সেটা দুতরফেরই সিদ্ধান্ত। বিজেপির তরফ থেকে প্রস্তাব এসেছিল। আমিও এই বিষয়টা নিয়ে আগেই ভাবনাচিন্তা করেছিলাম। আমি সাত দিন ধরে ছুটিতে ছিলাম। আমি শেষ ওই সাত দিনেই চিন্তাভাবনা করেছি।” তবে কেবল সন্দেশখালির মতো ঘটনাই যে তাঁকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা দিয়েছে, তেমনটা নয়। তিনি স্পষ্ট করেছেন, “তৃণমূলই আমাকে রাজনীতিতে আসার অনুপ্রেরণা জুগিয়েছে। শাসকদল আমাকে নানাভাবে অপমান করেছে। শাসকদলের মুখপাত্ররা আমাদের অপমানজনক মন্তব্য করেছেন। বিজেপিই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। বিজেপি সর্বভারতীয় পার্টি। তাই বিজেপিতে যোগ দিয়েছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *