Breaking News

‘‌হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করতে হবে’‌,নির্বাচনে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের সিদ্ধান্ত কমিশনের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পশ্চিমবঙ্গে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে আজ, মঙ্গলবার একগুচ্ছ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। একই সঙ্গে কড়া বার্তা দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। নির্বাচনের সময় যদি কোথাও গোলমাল হয় সেটার দায় বর্তাবে রাজ্য পুলিশের ডিজির উপরই। লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবারই বাংলায় এসেছে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুলবেঞ্চ। আজ সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মঙ্গলবার নানা এজেন্সির সঙ্গে বৈঠক করে কমিশন। নির্বাচনের আগে হিংসা নিয়ে ডিএম, এসপিদের কড়া নির্দেশ দিল কমিশন। যার সারমর্ম—অবাধ, শান্তিপূর্ণ, হিংসামুক্ত নির্বাচন করতে হবে বাংলায়।শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে একাধিক পদক্ষেপের পাশাপাশি এবার আর্থিক দুর্নীতি আটকাতেও কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন| অবৈধ আর্থিক কার্যকলাপ আটকাতে লোকসভা নির্বাচনে এবার ব্যবহার করা হবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে । মঙ্গলবার একথা জানিয়ে দিলেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার । সাংবাদিক বৈঠকে এদিন নির্বাচন কমিশনার বলেন, “এক্ষেত্রে সব কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়ে তৈরি করা হচ্ছে একটি পোর্টাল। আর্থিক দুর্নীতি আটকাতে সাহায্য নেওয়া হবে এই পোর্টালের।”মঙ্গলবার সাংবাদিক বৈঠকের আগে ২২ টি কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বৈঠক করে কমিশন। এর পরই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়ে পোর্টাল তৈরির কথা ঘোষণা করা হয়। সূত্রের খবর, ভোটে কালো টাকা ব্যবহার ও অবৈধ টাকার লেনদেন রুখতে নজরদারি চালাবে ইডি, আয়কর দপ্তরের মতো এজেন্সিগুলি।যদিও নির্বাচনে এজেন্সির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। কারণ, অবিজেপি রাজ্যগুলিতে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ নতুন কিছু নয়। বার বার বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সিগুলি বকলমে বিজেপি দ্বারাই পরিচালিত। লোকসভা নির্বাচনে সেই এজেন্সিকে বাংলায় ব্যবহার করা হলে এজেন্সি কতটা নিরপেক্ষ ভাবে কাজ করবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *