দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিচারপতির আসন থেকে রাজনীতির মাঠে পা রেখেই কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ শানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নাম না করে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেককে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “ডায়মন্ড হারবারে নির্বাচনে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাব।”বিজেপিতে যোগদানের খবর জানানোর পরই নারদ মামলায় পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ক্লিনচিট দিলেন ‘প্রাক্তন’ বিচারপতি গঙ্গোপাধ্যায়।
নাম না করে তিনি দাবি করেন, পুরোটাই অভিষেকের চক্রান্ত। যাতে রাজনৈতিক ময়দানে উঠে আসতে পারেন, সেজন্য তৃণমূলের শীর্ষনেতাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন বলে অভিযোগ করেছেন ‘প্রাক্তন’ বিচারপতি গঙ্গোপাধ্যায়।সেই রেশ ধরে নাম না করে অভিষেককে ‘প্রাক্তন’ বিচারপতি গঙ্গোপাধ্যায় ‘তালপাতার সেপাই’ বলেও কটাক্ষ করেন। তিনি বলেন, কেউ-কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনও ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন, আমি জানি না।’অভিজিৎকে প্রশ্ন করা হয়, ‘যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, আপনি কি তাঁর বিরুদ্ধে নির্বাচনে লড়বেন?’ উত্তরে অভিজিৎবাবু বলেন, “বিজেপি যদি আমায় তাঁর বিরুদ্ধে প্রার্থী করে অবশ্যই দাঁড়াব। এবং আমি দেখিয়ে দেব, তাঁর দুর্বৃত্তদলকে কীভাবে মোকাবিলা করতে হয়। ওঁর একটি দুর্বৃত্তদল আছে ডায়মন্ড হারবারে। আমি তাঁদের মোকাবিলা করে ওঁকে লক্ষ লক্ষ ভোটে হারাব।”