নিজস্ব সংবাদদাতা :- দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগেই বোমার শব্দে কেঁপে উঠল নদিয়ার চাকদহ। মঙ্গলবার সকালে চাকদহ থানার অন্তর্গত পাজির মোড় লালপুকুর এলাকায় বোমা ফেটে গুরুতর আহত হন এক শ্রমিক। জানা গিয়েছে, আহত ওই শ্রমিকের নাম শ্যামল সরকার (৪৫)। চুয়াডাঙ্গার বাসিন্দা। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে চাকদহ থানার অন্তগর্ত পাজির মোড় লালপুরের সাহেব পুকুর এলাকায় একটি বাড়িতে নির্মাণ কাজ করতে যান চার শ্রমিক। ওই এলাকায় মৌসুমী বিশ্বাস নামের এক মহিলার জমিতে নির্মাণ কাজ চলছে। কংক্রিটের পিলার করার উদ্দেশ্যে মাটি খুঁড়তে শুরু করেন ওই শ্রমিকরা। কিছুটা মাটি কাটার পর হঠাৎই একটি ড্রাম দেখতে পান আহত শ্রমিক। না বুঝে কোদাল দিয়ে বোমা মজুত ড্রামে কোপ মারেন। কিছু বুঝে ওঠার আগেই ফেটে যায় ৪ টি বোমা। কেঁপে ওঠে গোটা এলাকা। গুরুতর আহত হন শ্যামল। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। স্থানীয়রা দেখতে পান আহত ওই শ্রমিক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন। ওই স্থানে কর্মরত অন্যান্য ঠিক শ্রমিকেরা ও স্থানীয়রা মিলে আহত শ্রমিককে তড়িঘড়ি নিয়ে যায় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে স্থানান্তর করা হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকদহ থানার পুলিশ। নির্বাচনের আগে চাকদায় এই বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।