Breaking News

কলকাতার মুকুটে নয়া পালক, দেশে এই প্রথম নদীর তলা দিয়ে মেট্রোর উদ্বোধন মোদীর!সঙ্গী স্কুল পড়ুয়ারা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের ইতিহাস গড়ল কলকাতা মেট্রো। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে টানেল। জোড়া সুড়ঙ্গ দিয়ে চলবে মেট্রো।গঙ্গার তলা দিয়ে জুড়ে গলে কলকাতা ও হাওড়া। মাত্র আট মিনিটে যাত্রীরা পৌঁছে যাবেন হাওড়া থেকে এসপ্ল‌্যানেড। পাশাপাশি নিউ গড়িয়া-রুবির মধ্যে মেট্রো পরিষেবা এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো সম্প্রসারণেরও সূচনা হল মোদীর হাতেই।উদ্বোধনের পর সেই ট্রেনের প্রথম যাত্রী হল স্কুলের কচিকাঁচারা। প্রায় ৫০০ পড়ুয়া এসপ্ল‌্যানেড থেকে মেট্রোয় চড়ে মোদির সফরসঙ্গী হিসেবে। তাদের সঙ্গে গল্প করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। খোদ মোদিকে পাশে পেয়ে আপ্লুত ছাত্রছাত্রীরাও। পড়ুয়াদের জন‌্য ছিল বিশেষ স্মারকও | রাজ্যপাল সি ভি আনন্দকে পাশে নিয়েই গঙ্গার নিচের মেট্রোর উদ্বোধন করেন মোদি।মোট ১১.৪৫ কিমি মেট্রোপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার মধ্যে রয়েছে কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ‌্যয় (অরেঞ্জ লাইন) ৫.৪ কিমি, হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড (গ্রিন লাইন) ৪.৮ কিমি, তারাতলা-মাঝেরহাট (পার্পল লাইন) ১.২৫ কিমি। আজ প্রকল্পগুলির উদ্বোধন হলেও অবশ্য যাত্রী পরিষেবার দিন এখনও ঠিক হয়নি। মেট্রোর তরফে জানানো হয়েছে, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ‌্যায় (রুবি) পর্যন্ত ৫.৪ কিমি মেট্রোপথে খরচ ১,৪৩৫ কোটি টাকা। এটি নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের একটি অংশ। ২০১০-১১ সালে নিউ গড়িয়া-বিমানবন্দর প্রকল্পে বাজেট ধরা হয়েছিল ৩৯৫২ কোটি টাকা। যা বেড়ে হয়েছে ৮,৯৬৪ কোটি টাকা। গ্রিন লাইনে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড পর্যন্ত ৪.৮ কিমি মেট্রোপথ তৈরি করতে খরচ হয়েছে ৪,৯৬৫ কোটি টাকা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *