প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপিতে যোগদানে শেষ মুহূর্তে জটিলতা। ইস্তফাপত্রে ত্রুটি খুঁজে বার করে তাপসের ইস্তফা গ্রহণ করলেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে নতুন করে ইস্তফাপত্র দিতে হবে তাঁকে। তবে কি তাপসের বিজেপিতে যোগ দেওয়া আটকে গেল, উঠছে প্রশ্ন। এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তাপস রায় জানান, “গ্রহণ হোক বা না হোক, আমি ইস্তফা দিয়ে দিয়েছি। যে যে পদ থেকে ইস্তফা দিয়েছি সেগুলো ফেরানোর কোনও প্রশ্ন নেই। পদ্ধতিগত ত্রুটি রয়েছে, কাল আমি নতুন করে ইস্তফাপত্র জমা করব।” জানা গিয়েছে, ইস্তফাপত্র টাইপ করে জমা করেছিলেন বরাহনগরের বিধায়ক। নিয়ম বলছে, হাতে লিখে জমা করতে হয় ইস্তফাপত্র। বৃহস্পতিবার হাতে লিখেই পদত্যাগপত্র জমা করবেন তিনি। সোমবার বিধায়ক পদে ইস্তফা দেন তাপস রায়। বিধানসভায় গিয়ে স্পিকারের সামনে সই করে ইস্তফাপত্র জমা দেন তিনি। এরপর বিধি মেনে বুধবার তাপসবাবুকে ডেকে পাঠান স্পিকার। সেই তলবে বুধবার দুপুর ৩টেয় বিধানসভায় পৌঁছন তাপস রায়। এর পর স্পিকার জানান, ‘তাপস রায় আমাকে যে ইস্তফা দিয়েছিলেন তাতে ত্রুটি রয়েছে। উনি রীতি মেনে ইস্তফাপত্র লেখেননি। তাই সেই ইস্তফাপত্র গ্রহণ করিনি। ওনাকে বৃহস্পতিবার বেলা ১টার মধ্যে ইস্তফা দিতে বলেছি। উনি ইস্তফা দিলে আমি বিবেচনা করব।’তাপস রায়কে বিজেপিকে কলকাতা উত্তর আসনে লোকসভা নির্বাচনের প্রার্থী করতে পারে বলে গুঞ্জন চলছে। তবে এব্যাপারে তাপসবাবু বা বিজেপি কোনও পক্ষেই মুখ খোলা হয়নি। তৃণমূলের দাবি, আগেই বিজেপিতে যোগদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছিলেন তাপস রায়। বাড়িতে ইডি হানার ব্যাপারটিকে তিনি ঢাল করছেন মাত্র। বিজেপির সঙ্গে তাঁর কোনও বোঝাপড়া হয়েছে বলে দাবি তৃণমূলের।