দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাতসকালে গলায় ওড়না জড়ানো অবস্থায় পুকুর থেকে মহিলার দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা। পর্ণশ্রী থানা এলাকার শ্যামসুন্দর পল্লিতে শুক্রবার সকাল বেলায় রাস্তায় ধারে পুকুরে এক মহিলার দেহ ভেসে ওঠে। প্রাতঃভ্রমণে বেরিয়ে পুুকুরে দেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে পর্ণশ্রী থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শ্যামসুন্দর পল্লীতে রাস্তায় ধারের একটি পুকুরে পাশ দিয়ে যাওয়ার সময় এক মহিলার দেহ ভাসতে দেখা যায়। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। মৃত ওই মহিলার মুখে জড়ানো ছিল ওড়না, পায়ে চটিও পড়েছিল। যদিও এখনও পর্যন্ত ওই মহিলার কোনও পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের অনুমান, অন্য কোনও জায়গায় খুন করে হয়তো এই পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে খুন নাকি আত্মহত্যা? তা জানতে পুরো ঘটনাটাই খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিস। তবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের এই পুকুর পাড়ে অনেক রাত পর্যন্ত লোকজন বসে গল্প আড্ডা মারে। এলাকার দোকানও খোলা থাকে। কাউকে তো পুকুরে ঝাঁপ দিতে কেউ দেখেননি। আর যদি ঝাঁপই দেন, তাহলে আবার ওড়নার ফাঁস কীভাবে থাকবে। মনে হচ্ছে, কোথাও গলায় ফাঁস লাগিয়ে খুন করেই ফেলে দেওয়া হয়েছে। পুলিশকে আমরা সবটা জানিয়েছি। “ইতিমধ্যে পর্ণশ্রী থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।