প্রসেনজিৎ ধর :- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। প্রায় ২০ ঘণ্টারও বেশি সময় ধরে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাল ক্ষুব্ধ জনতা। ঘটনাটি কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি এলাকার। এই এলাকার অন্তর্গত ডিভিসির কল্যাণেশ্বরী সাবস্টেশনের সামনে বরফ দিয়ে মৃতদেহ গেটের বাইরে রেখে অবরোধ চলল আত্মীদের। তাদের মূল দাবি হল ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার থেকে বিক্ষোভ শুরু হয়। শুক্রবার সকালেও বিক্ষোভ অব্যাহত থাকে।জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ডিভিসির কল্যাণেশ্বরী সাবস্টেশনে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন সাহেবলাল। তার পর তাঁকে চিকিৎসার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার মৃত্যু হয় সাহেবলালের |মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পর ক্ষতিপূরণের দাবিতে পরিবার ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ ধামসা-মাদল নিয়ে কল্যানেশ্বরী দেন্দুয়া রোডের ডিভিসি সাবস্টেশনের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার রাত পার করে শুক্রবার সকালেও মৃতদেহ রেখে চলে অবস্থান বিক্ষোভ।