দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রেল লাইনের ওপর বোমা, ‘খবর’ পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছলেন রেলের কর্তারা। এল রেল পুলিশ বাহিনী এবং জিআরপির দল। ডাকা হয় বোমা বিশেষজ্ঞদেরও। শনিবার সকালে শিয়ালদহ রানাঘাট শাখার কাঁকিনাড়া রেল স্টেশনের দু’ নম্বর লাইনের ঘটনা। রেল সূত্রের খবর, যতক্ষণে ওই বোমার ‘খবর’ জানা গেছে, তার কিছু আগেই সংশ্লিষ্ট লাইন দিয়ে গেছে একটি ট্রেন।সাতসকালে রেললাইনের মাঝখানে বোমা। অল্পের জন্য এড়ানো গিয়েছে কিন্তু চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে নিত্যযাত্রীদের মধ্যে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাঁকিনাড়া রেললাইনের মাঝে। কাকিনাড়ার ষ্টেশনের সামনে দুই নম্বর লাইনের মধ্যে খান থেকে উদ্ধা তাজা বোমা। শনিবার সকালে রেল লাইনের মাঝখান থেকে উদ্ধার হয় দুটি তাজা বোমা। বোমা দুটি পড়ে থাকতে দেখেন রেল পাড়ের বাসিন্দারাই।কিন্তু যতক্ষণে রেলপাড়ের বাসিন্দারা তা দেখে রেল কর্মীদের খবর দেন, ততক্ষণে ওই বোমার পাশের লাইন দিয়েই চলে যায় একটি লোকাল ট্রেন। পরে রেলকর্মীরা খবর পেয়ে স্টেশন অফিসে খবর দেন। তখন ট্রেন ওই লাইনে দিয়ে যাওয়া বন্ধ করা হয়। চার নম্বর লাইন দিয়ে পরের ট্রেনগুলোকে পাশ করানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় জিআরপি ও আরপিএফ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বোমাগুলিকে উদ্ধার করা হয়নি। কে বা কারা এই বোমা রেখে ছিল রেলের তরফ থেকে তদন্ত শুরু করেছে। কিন্তু রেললাইনের মাঝে বোমা উদ্ধার, সেভাবে কখনই হয়নি বলেই জানাচ্ছে প্রশাসন। তদন্তকারীরা মনে করছেন, হতে পারে, রেলললাইনের পাশে বসে বোমা বাঁধার কাজ চলছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রেল লাইনে বোমা পড়ে থাকার খবরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।