প্রসেনজিৎ ধর, কলকাতা :- শাহজাহানকে এখন হেফাজতে পেয়েছেন সিবিআই অফিসাররা। সন্দেশখালিতে এখন বারবার যাচ্ছেন সিবিআই গোয়েন্দারা। বৃহস্পতিবার–শুক্রবার দফায় দফায় তল্লাশি চালানো হয় শাহজাহানের বাড়ি। কিন্তু কোনওভাবেই তাঁরা নাগালে পাননি শাহজাহানের দুটি মোবাইল ফোন। গোয়েন্দা কর্তারা মনে করছেন এই দুটি ফোন হাতে পেলেই শাহজাহান লুকিয়ে থাকার সময় কাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সেই তথ্য মিলবে।
এই মোবাইল ফোন পুলিশের শীর্ষ কর্তার কাছে আছে বলে আজ, শনিবার বিস্ফোরক তথ্য নিজের এক্স হ্যান্ডেলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।গোয়েন্দাদের দাবি, এই ফোন ব্যবহার করেই গত ৫ জানুয়ারি তিন মিনিটে ২৮ বার কল করেছিলেন শাহজাহান। আপাতত এই ফোন দু’টি পেতেই এখন মরিয়া সিবিআই।সিবিআই সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোন দু’টি কোথায়? কী রহস্য লুকিয়ে রয়েছে জানার জন্য লাগাতার নিজাম প্যালেসে জেরা করা হচ্ছে শাহজাহানকে। ফোন হাতে পেলেই অনেক তথ্য সামনে আসবে বলেই মনে করছেন গোয়েন্দারা। এই ফোনের মধ্যে কী এমন তথ্য আড়াল করতে চাইছেন শাহজাহান? শুধুই কি রেশন দূর্নীতি, নাকি আরও অন্য কোনও তথ্য রয়ছে মোবাইলে? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন সিবিআই আধিকারিকরা।এ দিকে, সিবিআই যখন হন্যে হয়ে শাহজাহানের ফোন খুঁজছে সেই সময় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার সিবিআইকে উদ্দেশ্য করে নিজের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেন। তাঁর দাবি, শাহজাহানের আইফোন থ্রি পুলিশই নিয়ে রেখেছিল এবং উচ্চপদস্থ অফিসারদের হাতে সেটা তুলে দেওয়া হয়েছিল। শাহজাহানের ফোন নাকি নষ্ট করে ফেলা হয়েছে।পাল্টা আবার বিষয়টি নিয়ে শুভেন্দুকে খোঁচা দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বলেছেন, “শুভেন্দুর টুইট না করে আদালতে পেশ করা উচিত।”