দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-লোকসভা ভোটের আগে তৃণমূলের মেগা শো ‘জনগর্জন’ সভা। সেই উপলক্ষ্যে ব্রিগেডে তৃণমূলের মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। বিশাল স্টেজ করা হয়েছে। পতাকায় মুড়ে ফেলা হয়েছে চারদিক। শনিবার বিকেলে মঞ্চে এসে প্রস্তুতির কাজ খতিয়ে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তৃণমূল সূত্রে খবর রবিবার তৃণমূলের ব্রিগেডে থাকতে পারেন বাংলার বাইরের তৃণমূল নেতৃত্বরাও। থাকতে পারেন সুস্মিতা দেব, সাকেত গোখলে, মুকুল সাংমা, রাজেশ ত্রিপাঠি, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সাগরিকা ঘোষদের মতো ব্যক্তিত্ব। জনগর্জন সভার জন্য মোট ৩টি মঞ্চ করা হয়েছে। তার একটিতে থাকবেন মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় -সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
অন্য দুটির একটিতে বুদ্ধিজীবী, আমন্ত্রিত ব্যক্তি, তৃতীয় মঞ্চে থাকবেন তৃণমূলের সাংসদ-বিধায়করা। মোট ৩৪০ ফুটের একটি র্যাম্প তৈরি হয়েছে যার মধ্যে দিয়ে মমতা-অভিষেকরা জনতার মধ্যে পৌঁছে যেতে পারবেন। তাঁদের কাছ থেকে দেখতে পারবেন তৃণমূল কর্মী-সমর্থকরা।লোকসভার লড়াইয়ের ‘জনগর্জন’ সভা থেকেই ভোটের প্রচার শুরু করবে বাংলার শাসকদল। সম্ভবত এখান থেকেই বাংলার ৪২ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করতে পারে তৃণমূল। সবদিক থেকেই রবিবার ঘাসফুল শিবিরের এই ব্রিগেড সমাবেশ বিশেষ গুরুত্বপূর্ণ। আর হয়ত সেই কারণেই ব্রিগেডের সভামঞ্চও তৈরি হচ্ছে বিশেষভাবে।
Hindustan TV Bangla Bengali News Portal