দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-লোকসভা ভোটের আগে তৃণমূলের মেগা শো ‘জনগর্জন’ সভা। সেই উপলক্ষ্যে ব্রিগেডে তৃণমূলের মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। বিশাল স্টেজ করা হয়েছে। পতাকায় মুড়ে ফেলা হয়েছে চারদিক। শনিবার বিকেলে মঞ্চে এসে প্রস্তুতির কাজ খতিয়ে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তৃণমূল সূত্রে খবর রবিবার তৃণমূলের ব্রিগেডে থাকতে পারেন বাংলার বাইরের তৃণমূল নেতৃত্বরাও। থাকতে পারেন সুস্মিতা দেব, সাকেত গোখলে, মুকুল সাংমা, রাজেশ ত্রিপাঠি, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সাগরিকা ঘোষদের মতো ব্যক্তিত্ব। জনগর্জন সভার জন্য মোট ৩টি মঞ্চ করা হয়েছে। তার একটিতে থাকবেন মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় -সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।