দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জল্পনা ছিলই, অবশেষে তাই হল, রবিবার ব্রিগেডের মঞ্চেই বাংলার ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল শাসক দল তৃণমূল কংগ্রেস। একাধিক চমকের অপেক্ষা ছিল, সেইমতই নিরাশ করেনি মমতার দল। পুরনোদের উপর আস্থা রাখার পাশাপাশি নতুন মুখ এনেছে তৃণমূল। ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায় অবশ্যই দুই বড় চমক | লোকসভা ভোটে দলের প্রার্থীদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন না। তা ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তবে ঘোষণার আগেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, যাঁদের প্রার্থী তালিকায় রাখা হল না, তাঁদের কোনও না কোনও দায়িত্ব দেওয়া হবে।জোড়াফুলের টিকিটে হুগলি থেকে লড়ছেন ‘দিদি নম্বর ওয়ান’। সেই প্রেক্ষিতে হুগলিতে এবার মেগাফাইট। বিজেপির লকেট চট্টোপাধ্যায় বনাম তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে ‘স্টার’ মিমি চক্রবর্তীর পরিবর্তে তৃণমূলের যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষের উপর আস্থা রেখেছেন ‘দিদি’।
৪২ আসনে কে কোন কেন্দ্রে প্রার্থী হলেন, দেখে নিন এক নজরে:-
আলিপুরদুয়ার – প্রকাশচিক বড়াইক
আরামবাগ-মিতালি বাগ
আসানসোল- শত্রুঘ্ন সিনহা
বহরমপুর- ইউসুফ পাঠান
বালুরঘাট- বিপ্লব মিত্র
বনগাঁ-বিশ্বজিৎ দাস
বাঁকুড়া-অরূপ চক্রবর্তী
বারাসত- কাকলী ঘোষ দস্তিদার
বর্ধমান পূর্ব- ডক্টর শর্মিলা সরকার
ব্যারাকপুর-পার্থ ভৌমিক
বসিরহাট-হাজী নুরুল ইসলাম
বীরভূম- শতাব্দী রায়
বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল
বোলপুর-অসিত মাল
বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ
কোচবিহার- জগদীশ চন্দ্র বাশুড়িয়া
দার্জিলিং- গোপাল লামা
ডায়মন্ডহারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
দমদম- সৌগত রায়
ঘাটাল- দেব
হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
হাওড়া-প্রসূন বন্দ্যোপাধ্যায়
যাদবপুর- সায়নী ঘোষ
জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়
জঙ্গিপুর-খলিলুর রহমান
ঝাড়গ্রাম-কালীপদ সোরেন
জয়নগর-প্রতিমা মন্ডল
কাঁথি-উত্তম বারিক
কলকাতা দক্ষিণ- মালা রায়
কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
কৃষ্ণনগর-মহুয়া মৈত্র
মালদা দক্ষিণ- শাহনওয়াজ আলী রহমান
মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়
মথুরাপুর-বাপি হালদার
মেদিনীপুর-জুন মালিয়া
মুর্শিদাবাদ-আবু তাহের খান
পুরুলিয়া-শান্তিরাম মাহাতো
রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
রানাঘাট- মুকুটমণি অধিকারী
শ্রীরামপুর-কল্যাণ বন্দ্যোপাধ্যায়
তমলুক-দেবাংশু ভট্টাচার্য
উলুবেড়িয়া- সাজদা আহমেদ
Hindustan TV Bangla Bengali News Portal