Breaking News

পাঠানে আপত্তি, অধীর গড়ে এবার তৃণমূলের কাঁটা বিধায়ক হুমায়ুন?নির্দল হয়ে ভোটে লড়াইয়ের হুঙ্কার হুমায়ুন কবীরের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অধীররঞ্জন চৌধুরীকে বিপাকে ফেলতে বহরমপুরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ কিন্তু সেই সিদ্ধান্ত এবার সম্ভবত শাসক দলের কাছেই ব্যুমেরাং হতে চলেছে৷ কারণ ইউসুফ পাঠানকে প্রার্থী করার প্রতিবাদে এবার নির্দল প্রার্থী হিসেবে বহরমপুর থেকে নির্বাচনে লড়়ার কথা ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর৷ নির্বাচনের দিন ঘোষণা হলেই তিনি মনোনয়ন জমা দেবেন বলেও জানিয়ে দিয়েছেন বিদ্রোহী তৃণমূল বিধায়ক৷ শুধু তাই নয়, নতুন দল গড়ারও হঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক |
সোমবার জেলা নেতৃত্বের দলীয় বৈঠক ছিল। সেখানেই দলের বর্ষীয়ান নেতা তথা হরিহপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখকে পাশে নিয়ে হুমায়ুন কবীরের বক্তব্য, ”আমরা পদে পদে অপমানিত হয়েছি। সময়মতো সেটা বুঝিয়ে দেওয়া হবে। জেলার অনেক বর্ষীয়ান তৃণমূল নেতা বসে গিয়েছেন। এখন অনেক সময় বাকি। যা কিছু ঘটতে পারে, অপেক্ষা করুন।” এখানেই বোঝা গিয়েছিল বিস্ফোরক কিছু ঘটাতে চলেছেন তিনি। আর মঙ্গলবার বিধানসভায় নিজের বক্তব্য স্পষ্ট করলেন ভরতপুরের বিধায়ক। বললেন, নির্দল প্রার্থী হিসেবে তাঁর ভোটে লড়ার সম্ভাবনা প্রবল। তাতে যে দলীয় নেতৃত্ব কড়া ব্যবস্থা নিতে পারে, তা নিয়ে আদৌ ভাবিত নন হুমায়ুন। সাফ জানালেন, ”ওসব নিয়ে ভাবিত নই। সব কিছুর জন্য আমি প্রস্তুত।” তবে কি এবার বহরমপুরে ইউসুফ পাঠান-অধীর-হুমায়ুন ত্রয়ীর লড়াই হবে? এই উত্তর পেতে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না।চব্বিশের লোকসভা ভোটের আগে ফের বেসুরো হয়ে উঠলেন হুমায়ুন কবীর। বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণার হতেই তিনি অধীরের বিরুদ্ধে পাঠানের লড়াইয়ের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দেন। প্রার্থী নিয়ে অসন্তোষের পাশাপাশি দলীয় নেতৃত্বকে তোপ দাগলেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *