নিজস্ব সংবাদদাতা :- নির্বাচন আসতেই শাসক-বিরোধী চাপানউতোর শুরু হয়েছে | তা ঘিরে উত্তপ্ত হচ্ছে রাজ্য-রাজনীতি | পাণ্ডবেশ্বরে বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরে উত্তপ্ত হল গোটা এলাকা | কোথাও লেখা, ‘বালি চোর বিধায়ক |’ কোথাও আবার লেখা, ‘বালি চোর এমএলএ আর নাই দরকার |’ সোমবার সকালে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের দুর্গাপুর-ফরিদপুর থানা এলাকায় এরকমই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল| তবে কোথাও বিধায়কের নাম লেখা ছিল না | বিধায়কের নাম না করে এই পোস্টার দিয়েছে পাণ্ডবেশ্বর নাগরিক মঞ্চ বলে অভিযোগ | পোস্টারগুলি নজরে আসা মাত্রই পুলিশ গিয়ে সেগুলি ছিঁড়ে ফেলে | প্রসঙ্গত,চলতি মাসের শুরুর দিকেই পাণ্ডবেশ্বর থানা এলাকার বিভিন্ন জায়গায় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নাম করে কম্পিউটারে ছাপা পোস্টার লাগানো হয়েছিল | তা নিয়ে ব্যাপক শোরগোল দেখা দিয়েছিল | সোমবার সকালে ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা দিল | স্থানীয় তৃণমূল-বিজেপি নেতৃত্ব পোস্টার ইস্যুতে একে অপরের দিকে আঙুল তুলেছে | প্রসঙ্গত, দলে ওয়াপসি’র পরেও দলের জেলা কমিটিতে জায়গা পাননি জিতেন্দ্র তিওয়াপি | তৃণমূলের হয়ে যখন ফের ময়দানে নামার চেষ্টা করছেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, তখনই ‘এই বিধায়ক আর নয়’, ‘কয়লাচোর বিধায়ককে মানছি না, মানব না’- পাণ্ডবেশ্বরে এমন পোস্টার পড়তে দেখা যায় | যদিও এবিষয়ে মুখ খুলতে চাননি পাণ্ডবেশ্বরের বিধায়ককে | এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই এলাকার রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে |