Breaking News

কেন্দ্রীয় প্রকল্পে অনুদান কত? বিজেপিকে মুখোমুখি বসে হিসাব দেওয়ার চ্যালেঞ্জ!এক্স হ্যান্ডেলে গর্জন অভিষেকের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ব্রিগেডের জনগর্জন সভা থেকে কথাটা শোনা গিয়েছিল। এবার সেই কথাটা বাস্তবায়িত করতে সোশ্যাল মিডিয়ায় গর্জন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সরাসরি বিতর্ক সভায় যোগদানের আহ্বান করলেন তিনি। মোদী সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে এই বিতর্ক সভায় যোগদানের কথা বলেছেন তিনি। একশো দিনের কাজ এবং আবাস যোজনা প্রকল্পে কত টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে রাজ্য সরকারকে তা নিয়েই এবার মুখোমুখি বসে হিসাব দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক। এমনকী এই প্রকল্পে কত আর্থিক বরাদ্দ করা হয়েছে সেটার শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। তা সত্ত্বেও মিখ্যা দাবি করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারকে আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক। এমনকী প্রয়োজন ‘ওয়ান টু ওয়ান’ বসে তর্ক করতেও রাজি তৃণমূল নেতা।এবার বিজেপির পক্ষ থেকে এই চ্যালেঞ্জ কি গ্রহণ করা হবে?‌ উঠছে প্রশ্ন। যদি চ্যালেঞ্জ গ্রহণ না করে তাহলে অভিষেকের কথাতেই সিলমোহর পড়বে। যা লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। আর যদি তা করে তাহলে সবটাই মানুষের সামনে চলে আসবে। তাই আজ নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ‘‌মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলিতে ১ পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। আমি যে ভুল তা প্রমাণ করার জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *