Breaking News

অনুপ্রবেশ নিয়ে রাজ্যেকে তোপ শাহের!‘ব্যর্থ বিএসএফ’, স্বরাষ্ট্রমন্ত্রীকে পালটা তৃণমূলের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে পাল্টা আক্রমণের রাস্তাতেই হেঁটেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে শাহের অভিযোগ, বাংলায় অনুপ্রবেশ চলছে। এবার এই নিয়ে শাহকেই পাল্টা আক্রমণ শানাল তৃণমূল। সীমান্ত পাহারায় নিযুক্ত, শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বিএসএফ ব্যর্থ বলেই স্বরাষ্ট্রমন্ত্রী উল্টো কথা বলছেন বলে আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসকদল।বৃহস্পতিবার শাহ দাবি করেন, পশ্চিমবঙ্গে শীঘ্রই ক্ষমতায় আসবে বিজেপি। অসমের প্রসঙ্গ টেনে তিনি জানান যে, এ রাজ্যেও বিজেপি অনুপ্রবেশ বন্ধ করবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেন, “যদি আপনি (মমতা) জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে এই ধরনের রাজনীতি করেন, তোষণের রাজনীতি করতে গিয়ে অনুপ্রবেশ চলতে দেন, তা হলে মানুষ আপনার সঙ্গে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, কাকে শরণার্থী বলে আর কাকে অনুপ্রবেশকারী বলে।” একই সঙ্গে শাহ জানান, সিএএ-তে নাগরিকত্ব যাওয়ার কোনও সংস্থান নেই। সিএএ নিয়ে মমতার উদ্দেশে শাহি বার্তা, “হাতজোড় করে বলছি, রাজনীতি করবেন না।”সিএএ প্রসঙ্গে কুণাল বলেন, ‘ধর্মীয় উৎপীড়ন যদি হয়ে থাকে তবে তা সর্বত্র নিন্দনীয়। এই ধরনের অত্যাচার কোথাও হিন্দুদের উপ হচ্ছে কোথাও আবার অন্য ধর্মের মানুষের উপর। মায়নমার তো একাংশের মুসলিম সাংঘাতিক ভাবে নিপীড়নের শিকার। একে মানবতা ও বিশ্ব আঙ্গিকে দেখতে হবে।’শাহকে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষও। তাঁর অভিযোগ, ভোটের আগে বিভাজনের রাজনীতি করতে এবং নির্বাচনে ফয়দা তুলতেই চার বছর তিন মাস পরে সিএএ কার্যকর করেছে কেন্দ্র। অসমে এনআরসি-র কারণে নাগরিকত্ব হারানো মানুষদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কী করেছেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *