প্রসেনজিৎ ধর, কলকাতা :- বামেদের সঙ্গে কংগ্রেসের কথাবার্তা না এগোলেও আসন ভাগাভাগি করে ফেলল নওশাদ সিদ্দিকির দল আইএসএফ। রাজ্যে আটটি আসনে প্রার্থী দিতে চায় দল। নাম ঘোষণার পরেও বামেদের একটি আসন নিয়ে শর্ত দেওয়া হয়েছে।বৃহস্পতিবার বামেদের সঙ্গে আলোচনার শেষে আইএসএফের কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক জানিয়েছেন, প্রথম ২০টি আসনে লড়াই করতে চাইলেও দফায় দফায় আলোচনার শেষে আটটি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসত, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ও যাদবপুর আসনে প্রার্থী দেবে আইএসএফ। তবে ডায়মন্ড হারবারে প্রার্থী দিচ্ছে না।প্রথমে তারা চেয়েছিল ৪২টি আসনের মধ্যে ২০টি আসন। তারপর সেখান থেকে কমে জোটের স্বার্থে ১৪টি আসনের কথা বলে আইএসএফ। এবার সেখান থেকে আরও কমিয়ে আটটি আসনে নেমে আসতে রাজি হয়েছে আইএসএফ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আগেই ভোটে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। দলের সর্বোচ্চ নেতৃত্ব এখনও সেটা নিয়ে আলোচনা করছে বলে জানা যাচ্ছে। এছাড়া আরও যে আটটি আসন আইএসএফ চাইছে, সেগুলি হল বারাসত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদ।আইএসএফ সূত্রে খবর, জোট রাজনীতির স্বার্থে তারা যাদবপুর কেন্দ্রটি বামেদের জন্য ছেড়ে দিতে পারে। তবে সেক্ষেত্রে তাদের শর্ত, যাদবপুর থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্যকেই প্রার্থী করতে হবে বামেদের। সেক্ষেত্রে পরিবর্ত আসন হিসেবে বালুরঘাট, জয়নগর কিংবা ঝাড়গ্রামের মধ্যে একটি আসন চাইছে নওশাদদের দল। আইএসএফ সূত্রে খবর, এখনও পর্যন্ত বামেদের সঙ্গে জোটের পক্ষেই আইএসএফ নেতৃত্ব। তবে, তাদের শর্ত না-মানলে আজই প্রার্থী ঘোষণা করার পথে হাঁটতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এদিকে আবার আজ বিকেলেই বামেদের লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে। তার ঠিক আগেই নিজেদের অবস্থান আরও নমনীয় করে আট আসনের কথা বলে, বামেদের উপর জোট ধর্মের চাপ আরও কিছুটা বাড়িয়ে দিল আইএসএফ, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।