নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- বিজেপিতেই যাচ্ছেন। স্পষ্ট করে দিলেন অর্জুন সিং। আর কোনও জল্পনা নয়, জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা অর্জুন সিংয়ের। একইসঙ্গে তাঁর আরও ঘোষণা, ‘আমার সঙ্গে আরও এক বড় নেতা যোগ দেবেন বিজেপিতে।’ তিনি জানিয়েছেন, দিল্লি বা কলকাতায় যে কোনও জায়গায় যোগ দিতে পারেন তিনি। এমনকি সম্ভবত, ব্যারাকপুর থেকে বিজেপির লোকসভার প্রার্থীও হতে চলেছেন অর্জুন সিং! নৈহাটি থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে তৃণমূলের এক বড় পদাধিকারী বিজেপিতে যোগদান করতে পারেন।এদিন অর্জুন বলেন, ‘আমি বিজেপিতেই যোগদান করছি। সেজন্য যে আনুষ্ঠানিকতাটুকু রয়েছে সেটা আমি করব। আমার কাছে দেড়টার সময় খবর আসবে। তখন বাকিটা স্পষ্ট হবে। কলকাতা বা দিল্লি যে কোনও জায়গায় যোগদান হতে পারে। সেটা এখনও চূড়ান্ত হয়নি। আমি প্রার্থী হব কি না সেটা দল ঠিক করবে। তবে আমি বিজেপিতে যোগদান করছি। এটা চূড়ান্ত হয়ে গিয়েছে। আমার সঙ্গে বারাকপুরের হাজার হাজার মানুষ বিজেপিতে যোগদান করবে’।অর্জুনের দাবি, ‘আমার সঙ্গে বঞ্চনা হয়েছে। প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। অনেক বাজে কথা বলা হয়েছে। তৃণমূলে পুরনো কর্মীদের কোনও গুরুত্ব নেই’। সঙ্গে তাঁর দাবি, ‘আরও একজন বড় মাপের লোক যোগদান করবে। তিনি তৃণমূলের বড় পদাধিকারী’।তবে অর্জুনই যে বারাকপুর থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন তা এক কথায় স্পষ্ট। অর্জুন জানিয়েছেন, শুক্রবার নৈহাটির বড় মায়ের মন্দির থেকে প্রচার শুরু করতে চলেছেন তিনি। পার্থ ভৌমিকও বড় মায়ের পুজো দিয়েই প্রচারে নেমেছিলেন। ফলে প্রচারের শুরুতেই অর্জুন বুঝিয়ে দিতে চান তাঁর টক্কর পার্থ ভৌমিকের সঙ্গে।
Hindustan TV Bangla Bengali News Portal