দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বাড়িতে পিছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানালেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওয়ার পর এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে।পিছন থেকে ধাক্কা লাগার কারণেই মমতা পড়ে গিয়েছেন বলে জানান মণিময়। তিনি বলেন, ‘‘সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বাড়িতে পিছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছেন তিনি। তাঁর মস্তিষ্কে আঘাত লেগেছে। গভীর ক্ষত হয়েছে কপালে। ক্ষতস্থান থেকে অনেকটা রক্তও বেরিয়েছে।’’ হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত ৯টা ৪৬ নাগাদ তিনি কালীঘাটের উদ্দেশে রওনা দেন। সিটি স্ক্যান করা হয়েছে মুখ্যমন্ত্রীর। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।শুক্রবারও হাসপাতালে নিয়ে যাওয়া হবে মুখ্যমন্ত্রীকে,এমনটাই জানিয়েছেন এসএসকেএমের ডিরেক্টর। বাড়িতেও তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার বিকেলে একডালিয়ায় সুব্রত মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করতে গিয়েছিলেন মমতা। সেখান থেকে কালীঘাটের বাড়িতে ফেরেন। কী ভাবে কখন কোন পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন, তা যদিও স্পষ্ট নয়।এসএসকেএম থেকে বেরিয়ে গাড়িতে উঠে চালকের পাশের আসনে বসেন মুখ্যমন্ত্রী |পিছনের সিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরলেন বাড়ি। বৃহস্পতিবার রাতে বাড়িতেই পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপালে ও নাকে চোট লাগে। দ্রুত তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান মন্ত্রী ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও ফোন করে খোঁজখবর নিয়েছেন।ঘাটাল থেকে মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন তারকা প্রার্থী দেব। দ্রুত আরোগ্য কামনায় ঘাটালের বরদা বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়েছেন তিনি।এছাড়াও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও টুইট করেছেন।