Breaking News

ঝোপ থেকে উদ্ধার সিপিএম নেতার রক্তাক্ত দেহ, খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত উত্তর দিনাজপুরের ডালখোলা

নিজস্ব সংবাদদাতা :- সিপিএম নেতার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ডালখোলায় |অভিযোগের তীর শাসকদলের দিকে | যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল | সিপিএমের উত্তর দিনাজপুরের ডালখোলা এরিয়া কমিটির গোয়ালতোর শাখা কমিটির সম্পাদক ছিলেন ৫২ বছরের রফিক আলম | পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান রফিক | তারপর আর হদিশ মেলেনি তাঁর | সোমবার সকালে ডালখোলা থানার রানিগঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে ঝোপের মধ্যে একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা | এই খবর জানাজানি হতে ঘটনাস্থলে ছুটে যায় আশপাশের বহু মানুষ | স্থানীয়রাই দেহটি শনাক্ত করে। এরপরই পুলিশ দেহটি উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য | সূত্রের খবর, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে | মনে করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করা হয়েছে রফিককে | সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পালের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে | তাঁর দাবি, রফিককে যারা খুন করেছে অবিলম্বে তাঁদের গ্রেপ্তার করতে হবে | এ প্রসঙ্গে করণদিঘির তৃণমূল বিধায়ক মনোদেব সিনহা বলেন, “এই খুনের ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সংযোগ নেই|ভিত্তিহীন অভিযোগ করছে সিপিএম | পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা সামনে উঠে আসবে |” সিপিএম নেতা রফিক খুনের ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ| যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *