প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের বাদ্যি বেজে গেল। আগামিকাল শনিবারই ২০২৪ এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এই সপ্তাহে নির্বাচনের সময়সূচী ঘোষণা করতে পারে এমন জল্পনা আগেই ছিল। এবার এই তথ্যে সিলমোহর দিল কমিশন।জাতীয় নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনারের দুটি পদ শূন্য ছিল। নতুন কমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার পরই এবার ভোট ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শনিবার বিকেল ৩টেয় নয়াদিল্লির নির্বাচন সদনে সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে।শুক্রবার বৈঠকে বসেছিলেন সদ্য নিযুক্ত দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার। সেই বৈঠকের পরেই নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকালই প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। বেলা তিনটের সময়ে প্লেনারি ভবনে ঘোষিত হবে লোকসভার দিনক্ষণ। একই সঙ্গে বিধানসভা নির্বাচনের সূচিও ঘোষণা করবে কমিশন। সম্ভবত অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমে বিধানসভা নির্বাচনের দিন ঘোষিত হবে।নিয়ম অনুযায়ী, সূচি ঘোষণার ২১ থেকে ৩৫ দিনের মধ্যে ভোট প্রক্রিয়া শুরু করে দিতে হয়। শনিবার ভোট ঘোষণা হলে এপ্রিল ও মে মাসের মধ্যেই গোটা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেই অনুমান। সূত্রের খবর, নয় দফায় নির্বাচন হতে পারে। পশ্চিমবঙ্গেও সাত থেকে নয় দফায় ভোট হওয়ার সম্ভাবনা। কোন রাজ্যে আগে ভোট করিয়ে নেওয়া উচিত, কোথায় কত বাহিনী প্রয়োজন হতে পারে, সমস্ত কিছু নিয়েই আলোচনা হয়েছে দুই কমিশনারের মধ্যে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল ১০ মার্চ। তার পরে ১১ এপ্রিল থেকে শুরু হয়েছিল ভোট প্রক্রিয়া। কমিশন সূত্রে জানানো হয়েছে, বৈঠকটি ECI-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে। অতএব শনিবারই চূড়ান্ত হয়ে যাবে কোথায় কোন রাজ্যে কবে ও কত দফায় ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে।