দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লোকসভা ভোটে হিংসা রুখতে পথে নামতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টা আগে নিজের পরিকল্পনার কথা জানলেন তিনি। রাজ্যপাল বলেন, যে কোনও মূল্যে হিংসা ও দুর্নীতি রুখব।রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কড়া বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
শনিবার সকালে রাজ্যপাল বলেন, “লোকসভা নির্বাচনের প্রথম পর্ব থেকে ভোট ময়দানে থাকবে। সাধ্যমতো চেষ্টা করব। সকলের ঘুম ভাঙার আগেই রাস্তায় নামব। জন রাজভবন বা ভ্রাম্যমাণ রাজভবন হিসাবে থাকব। মানুষের সবসময় কাছে পাবেন। পঞ্চায়েত নির্বাচনের মতো রক্ত নিয়ে হোলি খেলা চলবে না। মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি খেলা বরদাস্ত নয়।” বলে রাখা ভালো, ভোট হিংসা নিয়ে আগেও সোচ্চার হয়েছেন রাজ্যপাল। তবে আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে রাজ্যপালের হুঁশিয়ারি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনও সন্দেহ নেই।রাজ্যপালের তৎপরতায় কোনও কাজের কাজ হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগেও রাজ্যপাল এরকম ভাষণ দিয়েছিলেন। কিন্তু কাজের কাজ হয়নি। ওনার নিযুক্ত নির্বাচন কমিশনার নবান্নের পুতুল হয়ে ভোট লুঠ করিয়েছেন। হারা প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে। সার্টিফিকেট ছিনিয়ে নেওয়া হয়েছে জয়ী বিরোধী প্রার্থীদের থেকে। উনি তখনও রাজ্যপাল ছিলেন। কিন্তু কিচ্ছু করতে পারেননি।এদিন সকালে হাওড়ার জৈন বিদ্যালয় পরিদর্শনে যান রাজ্যপাল। সেখান থেকে বেরিয়ে বলেন, থ্রি চিয়ার্স ফর টিচার্স, থ্রি চিয়ার্স ফর স্টুডেন্টস। রাজ্যপাল জানিয়েছেন আগামীতেও এই ধরণের পরিদর্শনে বেরোবেন তিনি। এদিন বাংলার ছাত্র ছাত্রীদের অত্যন্ত মেধাবী বলে উল্লেখ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।