প্রসেনজিৎ ধর, কলকাতা :- লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন| মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করলেন ভোটের দিনক্ষণ | বাংলায় ৭ দফাতেই হবে লোকসভা ভোট | ১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা ভোট | ফল প্রকাশ ৪ জুন | অর্থাৎ, ৪৩ দিন ধরে নির্বাচনের আবহ বজায় থাকবে বাংলায় | শনিবার, ১৬ মার্চ থেকেই দেশজুড়ে জারি হল আদর্শ আচরণ বিধি |
এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কবে কোথায় ভোট হচ্ছে :-
১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার লোকসভা আসনে|
২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং লোকসভা আসনে|
৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও বহরমপুর আসনে |
১৩ মে চতুর্থ দফায় ভোট হবে কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুরে |
২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামরপুর, ব্যারাকপুর, বনগাঁ, দমদম ও বসিরহাট, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি লোকসভা আসনে |
২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুকে |
১ জুন সপ্তম দফার ভোট হবে উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বারাসত, বসিরহাট, যাদবপুরে |
এদিন নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘আমাদের রেজিস্টার ভোটারের সংখ্যা ৯৭ কোটি, পোলিং স্টেশন ১০.৫ লাখ, পোলিং অফিসিয়াল এবং সুরক্ষা কর্মীদের সংখ্যা ১.৪ কোটি, ইভিএম ৫৫ লাখ এবং গাড়ি ব্যবহার হবে ৪ লাখ |’ লোকসভা নির্বাচনে দেশের ৯৭ কোটি ভোটার ভোট দেবেন| এর মধ্যে বাংলায় ভোটার সংখ্যা ৭.৫৮ কোটি | তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩.৮৫ কোটি এবং মহিলা ভোটার রয়েছে ৩.৭৩ কোটি | ২০১৯ সালে ১০ মার্চ ১৭তম লোকসভা নির্বাচনের ঘোষণা হয় | গতবার সাত দফায় অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন | ১১ এপ্রিল শুরু হয় ভোট এবং ২৩ মে হয় ভোটগণনা এই লোকসভা ভোটে ১০.৫ লাখ পোলিং স্টেশন থাকবে | সাড়ে ২১ কোটি তরুণ ভোটার রয়েছে, যাঁদের বয়স ১৮ থেকে ২৯-এর মধ্যে | ৪৮ হাজার ট্রান্সজেন্ডার ভোটদাতা রয়েছে এই লোকসভা নির্বাচনে| এই লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট দিতে চলেছেন ১.৮ কোটি ভোটার |
Hindustan TV Bangla Bengali News Portal