প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভোটের মুখে কলকাতা থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। শুক্রবার পোস্তা, বড়বাজার এবং বউবাজার এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশ। সেখানেই তিনটি জায়গায় তল্লাশি করে ৫৪ লক্ষের বেশি টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাটিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া টাকাগুলি হওয়ালার টাকা বলে সন্দেহ লালবাজারের।পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সৌরভ সিং, চন্দ্রমোহন ঠাকুর, প্রদীপ সিং। বড়বাজার থানা এলাকায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোড থেকে সৌরভকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে মোট ১৪ লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার হয়েছে। অন্যদিকে, বারুইপুরের বাসিন্দা চন্দ্রমোহন ঠাকুর। পোস্তা এলাকার কালীকৃষ্ণ টেগোর রোড থেকে তাঁকে গ্রেফতার করে ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও একই অভিযোগে কলকাতা পুলিশের আরেকটি দল বউবাজার থেকে প্রদীপ সিংকেও গ্রেফতার করেছে। তাঁর কাছে মিলেছে ৩০ লক্ষ টাকা।এনিয়ে মোট ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, এ বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে কেউই টাকার উৎস বা নথি, তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সেসবের সদুত্তর দিতে পারেনি। তাতেই সন্দেহ আরও উসকে উঠেছে পুলিশের। তাই এসব তথ্য জানানো হয়েছে নির্বাচন কমিশন ও আয়কর বিভাগকে।