দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উনিশের লোকসভা নির্বাচনও হয়েছিল সাত দফাতেই। আর এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনও সাত দফাতেই আয়োজন করছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে পশ্চিমবঙ্গে সাত দফাতেই নির্বাচন হচ্ছে। বাংলা ছাড়াও উত্তরপ্রদেশ ও বিহারেও সাত দফাতেই ভোট হবে। ভোটগ্রহণ পর্ব শুরু হবে ১৯ এপ্রিল থেকে। ১৯ এপ্রিল প্রথম দফায় নির্বাচন। এরপর দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৬ এপ্রিল। তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭ মে। চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ১৩ মে। ২০ মে হবে পঞ্চম দফায় ভোটগ্রহণ। ২৫ মে হবে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব এবং ১ জুন হবে সপ্তম দফার ভোটগ্রহণ। ভোটগণনা হবে ৪ জুন।
এক দফায় ভোট হচ্ছে – অরুণাচল প্রদেশ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্র প্রদেশ, চণ্ডীগঢ়, দিল্লি, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, হরিয়াণা, লাক্ষাদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, তামিলনাড়ু, পঞ্জাব, তেলঙ্গানা, উত্তরাখণ্ড, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, পুদুচেরি, কেরল
দুই দফায় ভোট হচ্ছে – কর্নাটক, রাজস্থান, ত্রিপুরা, মণিপুর
তিন দফায় ভোট হচ্ছে – ছত্তীসগঢ়, অসম
চার দফায় ভোট হচ্ছে – ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড
পাঁচ দফায় ভোট হচ্ছে – মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর
সাত দফায় ভোট হচ্ছে – উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, শুধুমাত্র বাংলা, বিহার এবং উত্তর প্রদেশেই সর্বাধিক সাত দফায় ভোট হবে৷ এর পাশাপাশি লোকসভা ভোটের সঙ্গেই ২৬টি রাজ্যে উপনির্বাচন হবে৷ ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়ে গেল আদর্শ আচরণ বিধি৷ এবারেও ভোট শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে কমিশন৷ থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী৷ ১৯৫০ নম্বরে অভিযোগ জানালেই ১০০ মিনিটের মধ্যে পৌঁছবে কমিশনের দল৷ ভোটারদের অর্থ অথবা মদ, উপহার দিয়ে টোপ দেওয়ার প্রচেষ্টা রুখতেও কড়া নজরদারি চালাবে কমিশন৷