প্রসেনজিৎ ধর, কলকাতা :- লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ মুর্শিদাবাদের ভগবানগোলা ও উত্তর ২৪ পরগনার বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু। ৭মে ভগবানগোলা ও ১ জুন বরানগরে উপনির্বাচন হবে।মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হয়েছেন মাস খানেক আগে। ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর ফেব্রুয়ারির মাঝামাঝিতে তাঁর মৃত্যু হয়। সেই কেন্দ্রে জনপ্রতিনিধি বেছে নিয়ে হবে উপনির্বাচন। লোকসভা ভোটের তৃতীয় দফায় অর্থাৎ ৭ মে, মুর্শিদাবাদে ভোটের দিন হবে উপনির্বাচন।অন্যদিকে, বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে ওই কেন্দ্রটিও বিধায়ক শূন্য। সেখানে নতুন বিধায়ক পেতে উপনির্বাচনের পথে হাঁটতে হবে। সপ্তম অর্থাৎ শেষ দফায়, ১ জুন দমদম লোকসভা কেন্দ্রে ভোটের দিন বরানগরের উপনির্বাচন হবে। সারা দেশের ভোটগণনার সঙ্গেই আগামী ৪ জুন, দুই কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা হবে।